1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সুনামগঞ্জে দূর্নীতিবাজ ডাক্তারের অপসারণের দাবিতে ৩য় দফা কর্মসূচি পালিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কৈমারীতে খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন (Christmas day )উৎযাপন নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী লোহাগাড়া সাতকানিয়া চট্টগ্রাম ১৫ আসনে বিএনপির এমপির পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন চাড়া বিকল্প নেই কাপ্তাইয়ে শুভ বড়দিন পালন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় মদ সহ ৫ জন গ্রেপ্তার শাহজাদপুরে ত্রিভুজ প্রেমের টানে দুইজনের আত্মহত্যা কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নোমান অর্থ বানিজ্যের মাধ্যমে শ্রমিক লীগ নেতাদের শ্রমিক দলের কমিটিতে অন্তর্ভুক্তি বালিয়াতলী দাখিল মাদরাসা ও কিন্ডারগার্টেন উদ্বোধন সুনামগঞ্জ শুরু হলো শিল্প-পণ্য বানিজ্য মেলা ২০২৫ এর অবকাঠামো কাজের উদ্বোধন

সুনামগঞ্জে দূর্নীতিবাজ ডাক্তারের অপসারণের দাবিতে ৩য় দফা কর্মসূচি পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ২৫০শয্যা জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের ১দিনের নোটিশে চাকরিচূত করায় দূর্নীতিবাজ তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বপনের অপসারণের দাবীতে এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্হলে বহাল রাখার দাবী জানিয়ে ৩য় দফায় কর্মসূচি পালিত হয়েছে।
১৯শে আগষ্ট হতে ঐ সমস্ত কর্মীরা সদর হাসপাতালের সামনে প্রতিদিন তাদের দাবি আদায়ের জন্য দফায় দফায় শান্তিপ্রিয় ভাবে আন্দলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। টানা তিন দিন ধরে তাদের কর্মসূচিতে সান্তনা দিতেও দেখা যায়নি কোন কর্তৃপক্ষকে? যার ফলে যতই দিন যাচ্ছে আউটসোর্সিং কর্মীদের আন্দোলন জুড়ালো ভাবে এগিয়ে চলছে । তারই ধারাবাহিকতায় ২১ আগষ্ট সকাল ১০ টায় হাসপাতাল প্রাঙ্গণে আউটসোর্সিং কর্মীদের আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে ভোক্তভোগী কর্মীরা বলেন খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের উপ-পরিচালক দূর্নীতিবাজ ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমানকে অপসারণ করে তাদের দাবী মেনে নিয়ে কর্মস্থলে কাজ করার সুযোগ করে দিবেন বর্তমান অন্তর্ভুর্তকালীণ সরকার এমনটি আশাবাদ ব্যক্ত করেন ভোক্তভোগী কর্মীরা। অন্যথায় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
অন‌্যদিকে কর্মীদের আন্দোলনের খবর পেয়ে তিন দিন যাবৎ হাসপাতালে দেখা মেলেনি ঐ অভিযুক্ত উপ-পরিচালকের।
উল্লেখ্য যে দীর্ঘ বছর যাবত ৮তলা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে লোকবল সংকটের কারনে রোগীদের সেবা প্রদানের জন্য ঐ সমস্ত কর্মীদের আউটসোর্সিংয়ের মাধ্যমে জেলা ও সকল উপজেলায় আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী, নাইট গার্ডসহ লোকবল নিয়োগ করা হয়। এবং প্রতি বছর উপজেলার সকল হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মীদের সেবাদানের অভিজ্ঞা বিবেচনা করে সিভিল সার্জন তাদের মেয়াদ বাড়িয়ে তাদের বহাল রাখার ব্যবস্থা করে দেন । শুধু সদর হাসপাতালটি সিভিল সার্জনের আন্ডারে না থাকায় টেন্ডার বাণিজ্যের ফায়দা লুটতে ৬৪ জন কর্মীদের ১দিনের নোটিশে চাকরিচূত করেন দূর্নীতিবাজ ডাঃ মোঃ মাহবুবুর রহমান এমনটি জানান কর্মীরা । এবং ঐ অভিযুক্ত উপ-পরিচালকের নিজ এলাকার এবং তার ব্যবসায়ী প্রাইভেট ক্লিনিকের রোগীদের দালাল লোকদের এনে হাসপাতালে নিয়োগ পত্র ছাড়াই মাস্টার রোলে চাকরি দিচ্ছেন এমন দৃশ্য ও ফুঠে উঠেছে হাসপাতালে। এদিকে আন্দোলনকারী ভোক্তভোগী কর্মীরা জানান তাদের কাছে মোটা অংকের টাকা চেয়েছেন ঐ তত্ত্বাবধায়ক? তারা টাকা দিতে অনিহা প্রকাশ করায় তাদের চাকরিচূত করা হয়েছে? ঐ সমস্ত দূর্নীতিবাজ ডাক্তারের অপসারণের দাবী জানান তৃণমূল সাধারণ মানুষেরা। উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে অপসারণ করে আউটসোর্সিং কর্মীদের কর্মস্হলে বহাল রাখার ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন ভোক্তভোগী আউটসোর্সিংয়ের কর্মীরা।
এব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুবুর রহমান হাসপাতালে অনুপস্থিত থাকায় এবং তার ব্যবহিত মোবাইল নাম্বারে কল দিযলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি