বরিশাল প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন খলিফা ও সৈয়দ আসাদুজ্জামান রাজিবের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর পক্ষে চলছে রঙ্গশ্রী ইউনিয়ন ব্যাপী ব্যপক প্রচার প্রচরনা ও লিফলেট বিতরণ কার্যক্রম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে সরগরম হয়ে উঠছে বরিশাল -৬ বাকেরগঞ্জের নির্বাচনী মাঠ, বহুদিন ধরে এ আসনটি জোটের শরিক দল জাতীয় পার্টির দখলে ছিল। দল ক্ষমতায় থাকতেও আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিলো কার্যত দলীয় সুবিধা বঞ্চিত। যে কারণে নেতাকর্মী সহ সাধারণ মানুষের দাবী ছিলো এবারে এ আসনটিতে দলীয় প্রার্থীদের মধ্যে থেকে কাউকে নির্বাচনে বিজয়ী করার। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় এবার সে সুযোগ আসছে, তাই বাকেরগঞ্জ উপজেলাবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিন মেয়াদে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে সেচ্ছায় পদত্যাগ করে আসন্ন নির্বাচনে ট্রাক মার্কার প্রার্থী হিসেবে অংশ নেওয়া উপজেলার সাধারণ মানুষের কাছে হাতেম তাই খ্যাত শামসুল আলম চুন্নু। তাকে বিজয়ী করার লক্ষ্যে এরইমধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সহ মাঠে নেমেছেন উপজেলার পুরো আওয়ামী লীগ নেতাকর্মী ও সমার্থকরা, বসে নেই ইউনিয়ন নেতৃবৃন্দরাও অন্য সকল ইউনিয়নের মত রঙ্গশ্রী ইউনিয়নে ও মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান রাজিব ও রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন খলিফার নেতৃত্ব ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীরা। এ বিষয় তারা বলেন বাকেরগঞ্জে উপজেলার প্রিয়মুখ শামসুল আলম চুন্নু ভাইর ট্রাক মার্কার সমার্থনে আমরা ইউনিয়ন জুড়ে কাজ করে যাচ্ছি, আমাদের ট্যাগেট পুরো ইউনিয়নে ট্রাক প্রার্থীর বিজয় নিশ্চিত করা। সে লক্ষ্যে দিনরাত নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছি। ইউনিয়নের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ সকলের মুখেই চুন্নু ভাইয়ের প্রশংসা ও সমার্থন লক্ষ্যনীয় আশাকরি আমরা আমাদের ট্যাগেট পূরণ করতে সক্ষম হবো। তারা সবাই কে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।