আজ ২১শে আগস্ট বুধবার, ঠিক দুপুর ৩ টায়, কলকাতার মেন, মিত্র ইনস্টিটিউশনের উদ্যোগে এক মৌন মিছিল করলেন, মুখে কালো রিবোন বেঁধে এবং হাতে পোস্টার নিয়ে তারা সারিবদ্ধভাবে মিছিল করলেন।
মিত্র ইনস্টিটিউশন থেকে শুরু করে এম জি রোড ধরে কলেজ স্ট্রিট হয়ে পুনরায় তারা ইনস্টিউটের সামনে গিয়ে শেষ করেন, এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন, স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, এবং ছাত্র-ছাত্রী অভিভাবকেরা। যেভাবে সারাদেশ তিলোত্তমার বিচারের জন্য ধরনা ও বিক্ষোভ দেখাচ্ছেন একইভাবে মৌন মিছিল করে বুঝিয়ে দিলেন আমরাও তিলওতমার পাশে আছি। আমরাও সঠিক বিচার চাই, প্রত্যেকের প্লাকারে একটি বাণী লেখা,
অন্যায় যে করে, আর অন্যায় যে সহে ,তব ঘৃণা যেন তারে তিন সমদরে
তারা একটা কথার মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছেন, যে দোষী তার শাস্তি হোক ,আর যে এই দোষকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, তাদেরও শাস্তি চাই।
একটা কর্মরত মহিলা ডাক্তারের উপরে যেভাবে খুন ও ধর্ষণ করেছে এবং মেরে ফেলেছে, আজ আমরা শংকিত কারণ আমাদেরও বাড়ির ছেলে মেয়ে আছে, নিরাপত্তা কোথায়? এখন আমরা বুঝতে পারছি, অবিলম্বে সমস্ত মেয়েদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হোক যারা কাজে কর্মরত, এমনকি স্কুলে স্কুলে, কলেজে কলেজেও নিরাপত্তার দরকার, আমাদের আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে নিঃসস ঘটনা।
সারা দেশের মানুষ গর্জে উঠেছে, এরকম একটা সরকারি হসপিটালে জঘন্যতম ঘটনা দেখে। আমরা তিলোত্তমার পাশে আছি থাকব যতদিন না সুবিচার হয়। আজ আমরা শংকিত। তাই ধিক্কার জানাই।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা