হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান রুবেল ও সদস্য সচিব সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের আয়োজনে শহরের রওশন আরা মহিলা কলেজ ও আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় গোল চত্বরের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মোরেলগঞ্জ কাপুড়িয়া পট্রির সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়কগন,মামুন সাদ্দাদ,মেহেদি হাসান কুদ্দুস, টুটুল হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা।