মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নৌকা মার্কার পদপ্রার্থী রমেশ চন্দ্র সেন এমপি’কে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদর উপজেলার চিলারং ইউনিয়নের আখানগর উচ্চ বিদ্যালয়
স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এ সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রুবেল, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহা অ্যাপোলো, সহজেলা, উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা। এ সময় বক্তারা বলেন বিগত কয়েক বছরে আওয়ামী লীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছেন বাংলাদেশের ইতিহাসে এরকম উন্নয়ন কেউ করে দেখাতে পারেনি, পারবেওনা। সেই সাথে ৭ তারিখ সকলে মিলে একসাথে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন পুনরায় ঠাকুরগাঁও ১ আসনকে নৌকায় জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।
এ উন্নয়ন অব্যাহত রাখতে, দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। সেখানে ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ নৌকা মার্কার সমর্থকরা উপস্থিত ছিলেন।