1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
সেনকো গোল্ড এর পরিচালনায়, বার্ষিক আর্ট শিল্প প্রদর্শনীর শুভ সূচনা হতে চলেছে… স্ট্রোকার এবং স্ট্রোকার এর ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত -১ আহত ৭  চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ গাজীপুর সিটির ৩৮ নম্বর ওয়ার্ডে (কাজী নিকাহ রেজিস্ট্রার) অবৈধ, তাহলে বিয়ে কি হবে বৈধ জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা ২০২৪ এর উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় শিক্ষার নতুন দিগন্তের উন্মোচনে ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্বোধন আইওয়াইসিএম চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় ইয়ুথ লিডারদের নিয়ে মুক্ত আলোচনা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের আরাজি গোবিন্দপুর মৌজায় শিক্ষানুরাগী শাহিনুর রহমান চৌধুরীর নেতৃত্বে এলাকার গন্যমান্য ব্যক্তিদের দান-অনুদান- সার্বিক সহায়তায় স্থাপিত হয়েছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ।

প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস মেনেজম্যান্ট কলেজ পরিচালনায় মুখ্য ভুমিকা পালন করেন শাহীনুর রহমান চৌধুরী শাহীন।

জানা যায় ১ একর জমির উপর কলেজটি স্থাপিত, জমিদাতা হিসেবে মোঃ আবু সাঈদ, মাজেদুর রহমান ও নুর ইসলাম।

শুরুতে কলেজ উন্নয়নে অনেকে ভুমিকা রাখলেও শাহীন চৌধুরীর ব্যপক অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার কারনে পরবর্তীতে কেউ কেউ কেটে পড়েছেন, তারা এখন আর তাকে সাপোর্ট করেন না।

শাহীন চৌধুরী একক ক্ষমতাধর হওয়ায় বিধি বহির্ভূত তার স্ত্রী জিন্নাত মহল বেগম কে ঐ কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন, যার ইনডেক্স নম্বর-৩০০৬০৫৮ এবং ইংরেজি ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রতিষ্ঠানের নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মোঃ মতিয়ার রহমান অভিযোগ করেন জিন্নাত মহল বেগমের প্রশিক্ষণ সনদ সঠিক নয়, জাল, ভূয়া।

অভিযোগ সঠিক মর্মে প্রমান হওয়ায় জিন্নাত মহল বেগমের বেতন বন্ধ ও বরখাস্ত হয়ে যান।

নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রতি ২ বছর মেয়াদি ১ টি ব্যবস্থাপনা কমিটি অনুমোদন নিয়ে ঐ অনুমোদিত কমিটির নির্দেশনায় পরিচালিত হবে।

অথচ এ নিয়মকে অনুসরণ করছে না চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় রায়ের সাথে কথা হলে তিনি জানান ২০১৯ সালে ১৩ সদস্যের একটি ছক করা ফরমেটে কমিটির সভাপতি এবং ছকে অন্যান্য সদস্যের নাম থাকলেও ৬ নং ক্রমিকে অভিভাবক সদস্য মহিলা এবং ৯ নং কমিটি শিক্ষক প্রতিনিধি মহিলার নাম ছাড়াই দুই বছরের জন্য কমিটি অনুমোদন প্রাপ্ত হয়।

যাহার দপ্তর স্মারক নম্বর-৫৭.১৭.০০০০.৪০২.০৫.০৫৬ ১৯.৭২৭/ ১২৯৮ তারিখ: ১৫.১২. ২০১৯ খ্রিঃ।

পরবর্তীতে কমিটি অনুমোদনের আবেদন করলেও এখন পর্যন্ত পাওয়া যায় নি অর্থাৎ বিগত ৪ বছর থেকে অনুমোদন বিহীন চলছে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

প্রতি মাসে এ কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ২ লাখ ৫০ হাজার টাকার বেশী সরকার কে বহন করতে হয়।

এ ব্যপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি