বি এম কলেজ প্রতিনিধিঃ
সরকারি ব্রজমহোন কলেজ বরিশাল এর ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোঃ হাসান সরদার। তার বড় বোন এবং ভাগ্নেকে সড়কে হত্যকারী ঘাতক যমুনা লাইন পরিবহনের লাইসেন্স বাতিল সহ আর্থিক ১০ কোটি টাকা ক্ষতিপূরন দাবি করেছে বি এম কলেজের সাধারন শিক্ষার্থীরা।
একই সাথে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সরকারি ব্রজমহোন কলেজের সাধারন শিক্ষার্থীরা। মৃত হাসান সরদার সরকারি বি এম কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন।
শিক্ষার্থীরা বলেন,আমার সড়কে আজ আমি অনিরাপদ। প্রতিনিয়ত বেপরোয়া গতিতে চলছে গাড়ী অকালে ঝরে যাচ্ছে প্রান। তাই আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য নিরাপদ সড়ক চাই। আজ আমার বন্ধু, কাল আমি তার পরদিন অন্য একজন এভাবে আর সড়কে লাশ দেখতে চাই না।
এর আগে গত ২৫ আগস্ট রবিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে যমুনা লাইন পরিবহনের একটি গাড়ী বিপরীতমুখি একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সাথে সাথে দুজন মারা যায়। পরবর্তিতে বরিশাল শেবাচিম মেডিকেলে নেয়ার পরে আরও দুজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।