1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
খুলনায় পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ হাটহাজারী মাদরাসা নিয়ে ব্যঙ্গাক্তকারী আরিয়ান ইব্রাহিম কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ তেরখাদায় বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে ৩১ দফা প্রচার প্রচারণা বারহাট্টায় সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে ১১০ অ্যাম্পুল প্যাথেড্রিনসহ গ্রেফতার-০১ জন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডা. কবীর সভাপতি, ডা. মিরাজুল সাধারণ সম্পাদক নির্বাচিত মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক হিসেবে প্রখ্যাত ভূমিকা করুণানন্দ থের দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিকদের ফোরাম গঠন

খুলনায় পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনায় পুলিশের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। ২৭ আগস্ট মঙ্গলবার রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ অবিদুল মোমেন স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। অবসরপ্রাপ্তরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। পৃথক প্রজ্ঞাপনে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম একইভাবে অবসরে পাঠিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিন পুলিশ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। এর আগে গত ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২১ আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি