1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কাজিপুরে গুঁড়িয়ে দিল খাজা আলী (রঃ) পাগলের মাজার শরীফ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন গোমস্তাপুরে তীব্র শীতে আগুন পোহানোর হিড়িক জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) লালপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অল্পর জন্য বেঁচে গেলেন সাংবাদিক মিশন বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

কাজিপুরে গুঁড়িয়ে দিল খাজা আলী (রঃ) পাগলের মাজার শরীফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের কুমারিয়াবাড়ী গ্ৰামে “আলী খাজা আলী পাগল (র)” এর মাজার শরীফ ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। গত ২৯ আগষ্ট এ ঘটনা ঘটে। এ সময় মাজার গুড়িয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ধর্মপ্রাণ তরিকত পন্থী মুসলিম সমাজে ৷
ভিন্ন ভিন্ন সূত্রে জানা যায়, উত্তরের জেলা দিনাজপুর থেকে আত্মীয়তার বন্ধনে উপজেলার চরাঞ্চলের কুমারিয়াবাড়ী গ্ৰামে আসেন আলী খাজা আলী পাগল, একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, মৃত্যুর পূর্বে দশবছর অধিক সময় তিনি মসজিদে ইমামতি করেন। গত ১৯ সেপ্টেম্বর ২০০৪ ইং তারিখে দেহত্যাগের পর ভক্তবৃন্দের অনুরোধে মাজার শরীফ নির্মাণ করা হয়। প্রয়ান দিবসে সপ্তাহব্যাপী ওরশ মাহফিল অনুষ্ঠিত হয় ওই মাজার শরীফে ৷ এতে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করে থাকেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরের আগে কয়েক শত মানুষ রড, শাবল, হাতুড়ি দিয়ে মাজার স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে, এ সময় তারা কবরের উপরে উঠে পিটিয়ে ভেঙে ফেলে এবং উল্লাস করে। এ ঘটনায় সামজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সচেতন মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো মুসলমান ধর্মীয় স্থানেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
মাজার কমিটির সভাপতি দৌলতুজ্জামান শিকদার বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানদের কবরের উপর এভাবে আঘাত করতে পারে আমার জানা ছিল না, কিছু ভক্তবৃন্দ আসতেন যারা গাঁজা সেবন করতেন, সেবনকারীদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে, মাজার প্রাঙ্গণে গাঁজা সেবন বন্ধ করা হয়েছিল। এই ঘটনায় আমার ধারণা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
কাজিপুর উপজেলা জামায়তী ইসলামের সেক্রেটারি জেনারেল শাহিনুর আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন সারা দেশে হাজারো মাজার প্রতিষ্ঠিত হয়েছে কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি কাজেই কাজিপুরে ওই পাগলের মাজারে যারা আসতেন তাদের মতে ধর্মীয় বিশ্বাস থেকেই আসা – ধর্মিও ভূল ত্রুটি থাকতে পারে এজন্য মাজার গুড়িয়ে দেওয়া বাংলাদেশ জামাত ইসলাম সমর্থন করে না ৷ ওইখানে এধরনের ন্যাক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছেন তারা শুধুই দুর্বৃত্ত ৷ এব্যাপারে জামায়াত ইসলামকে দোষারোপ করা দুঃখজনক৷
কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ পাইনি, সমন্বয়কেরা জানিয়েছেন সেখানে গাঁজা সেবনের আসর বসে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি