মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ:৩১/০৮/২০২৪ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটের গুদামে আগুন লেগে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। চার লাখ টাকা মুল্যের পাট আগুন থেকে রক্ষা করেছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার ভোর ৫ টার দিকে সিগারেটের আগুন থেকে এ অগ্নকান্ডের সুত্রপাত হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া ফায়ার সার্ভিস ।
উপজেলার পেচোরপাড়া গ্রামের পাট ব্যবসায়ী আব্দুস সামাদ সরকার বলেন তিনি ও লতিফ সরকার গুদামঘরটি ভাড়া নিয়ে যৌথ ভাবে পাটের ব্যবসা করে আসছিলেন। গুদামটির মালিক কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুর ইসলাম। তিনি আরো বলেন আজ ভোর রাতে পাশের গুদামের একজন কর্মচারী গুদামটিতে আগুন লাগা দেখে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোঃ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে সিগারেটের আগুন থেকে পাট গুদামে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। এ আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তারা এবং চার লাখ টাকার পাট আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে জানান।