মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধ প্রতিনিধি
মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের রিপন বাজার এলাকায় প্রতিবেশী দুই পরিবারের মাঝে ছাগল ছানা ধান ক্ষেত খাওয়া কে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
গত ২৮ আগস্ট রোজ বুধবার এ সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয় |
এ ঘটনায় গুরুতর আহত মাহমুদা(৫০) বলেন, আমার ছোট একটি ছাগলের বাচ্চা পাশের বাসার বাচ্চু র ক্ষেতে গেলে তার স্ত্রী ছাগল কে উপর্যপুরি আঘাত করে এবং পানিতে ফেলে দেয়, এতে আমি এবং আমার মেয়ে বাধা দিলে বাচ্চু(৩৫) এবং তার স্ত্রী আমাদেরকে মারতে আসে সাথে কবির(৪০), বাবুল (৩০) সাদেক(৩৫) ও অজুল্লাহ মাস্টার(৫০), ইকরাম(৩২) তাদের সাথে যোগ দিয়ে আমাদেরকে লাঠি -সোঠা দিয়ে ব্যাপক মারধর করে, এতে আমার মাথা ফেটে যায় সারা শরীর জখম হয়, এবং আমার মেয়ে খাদিজা (২৫), নাতনী আচিয়া(৩) ও স্বামী সলেমান(৬৪) আহত হয় | প্রত্যক্ষদর্শী করিম জানাই এরা তিন দফা মারামারি করার পরে আমি এসে দেখি মাহমুদার মাথা ফেটে গেছে এবং বাচ্চুর মাথা ফেটে গেছে আমি সবাইকে শান্ত করার চেষ্টা করি এবং হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে বাচ্চু এবং তার স্ত্রী সহ অন্যান্যরা বাধা প্রদান করে |
পরে সবাই হাসপাতাল গেলে বিকেল বেলা বাচ্চুর স্ত্রী শিল্পী(৩০), সালমা (২৫), রুপা(২০) মাহমুদার মেয়ে খাদিজা কে ফাঁকা বাসায় আরেক দফা মারধর করে | অভিযুক্ত বাচ্চু এবং তার স্ত্রী কাছে জানতে চাইলে তারা বলেন আমরা অনেক নিষেধ করা সত্ত্বেও তারা ছাগল নিয়ন্ত্রণ করে নাই বরং আমাদেরকেই মারধর করছে | তবে বিকেলবেলা বাচ্চুর স্ত্রী মাহমুদার মেয়েকে মেরেছে বলে স্বীকার করেন |
মামুদা(৫০) বলেন, আমি এর সুস্থ বিচার চাই স্থানীয়দের জন প্রতিনিধির কাছে আমি বিচার দিয়েছি | থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি |সুস্থ বিচার পাওয়ার জন্য আপনাদের সম্মুখীন হয়েছি