1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নারী ও শিশু নির্যাতন মামলায় সাবেক ব্যাংক কমকর্তা মো:আব্দুল মান্নান কারাগারে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের মুকসুদপুর থানা হতে গ্রেফতারকৃত  আসামী পলায়ন জাসাস এর নতুন কমিটি পেল নাসিরনগর সদর ইউনিয়ন চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা প্রদান গোমস্তাপুরে সরিষা ফুলের নয়াভিরাম দৃশ্যে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা রূপগঞ্জে বিপুল পরিমান গাজা ও ফেন্সিডিলসহ নাজমা বেগম গ্রেফতার নোয়াখালীর সেনবাগে তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জগন্নাথপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাটের বেশরগাতী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ  আটক ৬, মাইক্রোবাস জব্দ

নারী ও শিশু নির্যাতন মামলায় সাবেক ব্যাংক কমকর্তা মো:আব্দুল মান্নান কারাগারে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দ্বিতীয় স্ত্রীর করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে নারী ও শিশু নির্যাতন মামলায় সাবেক ব্যাংক কমকর্তা মো:আব্দুল মান্নান (৫৫) কে আটক করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনাজপুর জর্জ কোর্টের এজলাশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দিনাজপুর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সুত্রে জানা যায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ও ৩০ ধারায় স্ত্রীর করা মামলার শুনানিতে জামিন নামঞ্জুর করে এ রায় দেন আদালত। আসামী আব্দুল মান্নান দিনাজপুর শহরের পশ্চিম রামনগরের মৃত রহমত আলী ও মাতা জমিলা থাতুনের পুত্র।
১৮/০২/২০২৩ ইং তারিখে ঘটকের মাধ্যমে দক্ষিন বালুবাড়ীর মৃত তমিজউদ্দিন আহম্মেদের মেয়ে রওশন আরা(৩৯) কে বিয়ের প্রস্তাব দেন। সেখানে আসামী বলেন পূর্বের স্ত্রীর,১ পুত্র ও ১ মেয়ে থাকলেও স্ত্রী ও পুত্র বেচেঁ নেই মারা গিয়েছে । মেয়েকে বিয়ে দিয়ে বর্তমানে তিনি একাই থাকেন । এরই পেক্ষিতে উভয়পক্ষের আলোচনা অন্তে গত ইং ২০/০২/২০২৩ তারিখে আনুষ্ঠানিক ভাবে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা দেন মোহরানা ধার্য্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিছুদিন পর জানা যায় যে, আসামীর পূর্বের ১ম স্ত্রী বেঁচে আছেন এবং তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন বসবাস করেন। মিথ্যার প্রতিবাদ করলে তুচ্ছ কথায় শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং মাতা ও ভাইয়ের নিকট হইতে ১০,০০০/- (দশ লক্ষ) টাকা যৌতুক দাবী করনে আসামী মান্নন। এই যৌতুক নিয়ে বিভিন্ন সময় মানসিক ও শারিরিক নির্যাতন করতেন তিনি। এবং একাধিক বার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকতেন রওশন আরা। ২০২৩ সালের ডিসেম্বরে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেন আসামির ২য় স্ত্রী রওশন আরা(৩৯)। মামলা চলাকালিন আপোষ করার কথা বলে জামিনে মুক্ত থাকলেও কোন প্রকার আপোষের কথা না বলে উল্টো বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিতেন রওশন আরা ও তার পরিবারকে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনাজপুর জর্জ কোর্টের এজলাশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দিনাজপুর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি