মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া) :-
বগুড়া প্রেসক্লাবের কার্যালয়ে সোমবার দুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সবুজ বেপারী নামে এক ভুক্তভোগী পরিবার ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন ,
গত শুক্রবার উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসায় ৬ং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ এর উদ্দেগ্যে এক অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং উক্ত প্রতিবাদের মূল বিষয় ছিল মাদক বিক্রি, চাঁদা, নেশা, জমি দখল, ভূমি দস্যু ও ছিনতাই রোধ করা। উক্ত প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণির মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে কিছু দুষ্কৃতিকারী লোকের স্বার্থে ব্যঘাত ঘটার কারণে উত্তেজিত হয়ে ওঠে। এরই পরিপেক্ষিতে মোঃ আরজু বেপারী একজন মুরব্বি হিসাবে এর প্রতিবাদ করলে তখন আজাদ এর সন্ত্রাসী বাহিনী চুন্নু, কাউসার, রাফসান, নাম না জানা আরো অনেকে উত্তেজিত হয়ে মিটিং থেকে চলে যায়। এর পরবর্তীতে আজাদ তার সন্ত্রাসী বাহীনি নিয়ে আনুমানিক রাত ১০:৩০ টায় আরজু বেপারীর বাসায় হামলা চালায় এবং মারধর করে। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী বাহীনিরা লোকজনকে তাদের হাতে থাকা ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে, এছাড়া মোঃ আরজু বেপারীর ছেলে জনিকে ধাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এছাড়াও জনির ফুফাতো ভাই টপিকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। এছাড়াও বাড়ির মহিলাদের নির্যাতন ও মারধর করে। এই অবস্থা দেখে আরজুর বেপারীর বড় ছেলে সবুজ বেপারী বাধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী তার মাথায় আঘাত করতে গেলে সেই আঘাত তার চোখে লাগে। এমতাবস্থায় এই সকল লোকজনকে এলাকার লোকজনের সহযোগিতায় সেনা সদস্যরা উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। এতে উক্ত বিষয়টি আমরা প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছি এবং উক্ত বিষয়ে প্রসাশনের কাছে তারা সঠিক বিচার প্রার্থনা করছে। এছাড়া ও ছাত্র সমাজের প্রতি আহব্বান জানাই যে, দুষ্কৃতকারীদের সঠিক তথ্য না জেনে কারো হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সচেতন হওয়ার আহবান জানাচ্ছি।