1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের ডিবি -র পৃথক ৩ অভিযানে ২৫ কেজি গাজা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬৫ বোতল ফেনসিডিল সহ আটক ৪ খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে বড় দিন পালিত সাংবাদিকদের সাথে খারাপ আচরণে এসআই ফয়সালকে প্রেসক্লাব থেকে প্রত্যাহার জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন নদীতে বাগদা রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করা নারীরা কালিগঞ্জে ইউপি সদস্যর আকস্মিক মৃত্যু  ২ নং গাড়াদাহ ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে বিশেষ এক কর্মী সভা পৈতিক সম্পত্তির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন

তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে চুরির অপবাদে ৫ যুবককে সারারাত গাছে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এমন নির্মম ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাজ উদ্দিন (২৫), বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে সরোয়ার হোসেন (৩০), গোল আহমদের ছেলে জয় হোসেন (২৪), ছোবাহান মিয়ার ছেলে মশিবুর রহমান (২৬), সুহেল মিয়ার ছেলে মওদুদ মিয়া (২৬)।

জানা যায়, গত দেড় মাস পূর্বে উজান তাহিরপুর গ্রামের রবি আওয়ালের ছেলে দোকানদার ইয়াছিন মিয়ার বাড়ির পাশে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত ২টার দিকে ইয়াছিনের দোকানের সামনে সাজ উদ্দিন ও মশিবুরকে চোর সন্দেহ করে দোকানী ইয়াছিন মিয়া। এনিয়ে কথা কাটাকাটি হয় সাজ উদ্দিন ও মশিবুরের সাথে ইয়াছিনের। একপর্যায়ে সাজ উদ্দিন, মশিবুর, মওদুদু, সরোয়ার ও জয় হোসেন কে আটক রশ্মি দিয়ে মসজিদ সংলগ্ন গাছে বেঁধে তাদের অমানবিক নির্যাতন করে। মঙ্গলবার ভোরে বিষয়টি জানাজানি হলে নির্যাতিতদের স্বজনরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে ইয়াছিনের বাড়িতে যায় তাদের উদ্ধার করতে। পরে সংবাদ পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ইয়াসিন মিয়াকে  সেনা সদস্যরা আটক করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, ঘটনাটি অমানবিক। চুর সুন্দেহে তাদের বেঁধে রাখা হয়েছিল। এ বিষয়ে উভয় পক্ষের মতামত নিয়ে আগামী শুক্রবার স্থানীয় ভাবে বসে সালিসের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তাহিরপুর থানা এসআই আবুল কালাম জানান, দোকানি ইয়াছিন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম আটক করে থানায় হস্তান্তর করেছে। ঘটনাটি স্থানীয় জনপ্রতিনিধিরা শালিসের মাধ্যমে নিষ্পত্তি করবেন বলে থানায় একটি লিখিত দিয়েছন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি