মোঃ মিনারুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় ইউপি’র হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল হাসান মোমিন। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম মানিকের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ নুহু আলম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সদস্য ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক জনি ইসলাম, আব্দুল বাসার রব, ইউনুস আলী, যুবদল নেতা মাহমুদুল হাসান, সুজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক ফিরোজ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শুভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু তাহের, উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মহিদুল হাসান, যুবদল নেতা আনজু মন্ডল, মানিক মিয়া, রতন মন্ডলসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। এছাড়াও একই বিষয়ে
কাগইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।