মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৫/০৯/২০২৪ ইং
গত ০৪/০৯/২০২৪ ইং বুধবার
সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও এক শিক্ষকের ঘুষ, দুর্নীতি, এবং লুটপাটের প্রতিবাদে শাহজাদপুর উপজেলা ছাত্রদল ও কলেজের শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং আল্টিমেটাম দিয়েছে ।
জানা গেছে, শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, উপাধ্যক্ষ আব্দুল বাসেত ও শরীর চার্চা শিক্ষক কবির হোসেনের পদত্যাগের দাবিতে আজ বুধবার (৪ সেপ্টম্বর) শাহজাদপুর উপজেলা ছাত্রদল ও জামিরতা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে কলেজ চত্বরে এক সমাবেশ করে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রদল নেতা ছাব্বির হোসেন, স্বপন।
তারা বলেন, কলেজের অধ্যক্ষ সহ তিন জন শিক্ষক মিলে কলেজকে দূর্নীতিতে ও অনিয়মে ভরে ফেলেছে। এছাড়া নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করেছে তাদের সকল অপকর্ম ঢাকতে এলাকার কিছু মানুষকে লাখ লাখ ঘুষ দিয়েছে। তাই বর্তমানে কোন দুর্নীতিবাজ কোন শিক্ষককে আমরা কলেজে ঢুকতে দেব না।
আগামী ৭ দিনের মধ্যে অধ্যক্ষ সহ তিন জন পদত্যাগ না করলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহন করব। উল্লেখ্য ইতিপূর্বে এই কলেজের অধ্যক্ষ সহ কলেজের শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অসুস্থ পরে কথা বলব।