হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলায় বৈষম্য বিরোধী সমাজ বিনির্মানে আমরা অঙ্গিকার বদ্ধ ,
এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত ১ সম্প্রীতি ।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।
শনিবার (৭ই সেপ্টেম্বর) বিকেলে সামছুর রহমান সড়কে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক সরদার আব্দুল হান্নান,সভায় বক্তারা বিভিন্ন ধরণের বৈষম্য দূর করতে সকলে সমাজ সচেতনতায় ভূমিকা রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় সাংবাদিক মোঃ আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, মোংলা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ লোকমান হোসেন ,বক্তব্য রাখেন,মোংলাপোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন কাউন্সিলর মোহাম্মদ ইউনুস আলী, শ্রমিক নেতা মোঃ গোলাম মোস্তফা মোংলা মহিলা কলেজের প্রফেসর মোঃ ফরিদ মুসল্লী ছাত্রনেতা মোহাম্মদ শাহিন খলিফা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র পক্ষ থেকে সমাজের মাদক নির্মুলে কাজ করবো। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশে সহায়তা প্রদাণ করা হবে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষা বৃত্তি চালু ও লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। সর্বোপরি সমাজ বিনির্মানে যা যা করার প্রয়োজন তা আমরা করবো ,
আমরা একটি বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চাই । যেখানে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না ,সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে।