1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বীরগঞ্জে বলদিয়া পাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে বলদিয়া পাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

 

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়া পাড়ায় কবরস্থান ও শ্মশ্বানের জমি অবৈধভাবে নিয়ম বহির্ভূত বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ! চার গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও উত্তেজনা।

যে কোন মুহুর্তে সংঘর্ষের সম্ভাবনা, হতে পারে প্রানহানী সহ জানমালের ভয়াবহ ক্ষয়ক্ষতি।

গনঅভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে জানা যায় ঐ এলাকায় ২৫৩ দাগের জমি মুসলিম জনগণের কবরস্থান এবং ২৬২ দাগে হিন্দু সম্প্রদায়ের শ্মশ্বান হিসেবে ব্যবহার হয়ে আসছে।

শ্মশ্বানের কোন চিহ্ন পাওয়া না গেলের অনেক কবর রয়েছে রাস্তায় একপাশে, যা দৃশ্যমান।

হিন্দু সম্প্রদায়ের মানুষজন সহ স্থানীয় নবীন প্রবীণরা সবাই জানান রাস্তায় একপাশে তথা ২৫৩ দাগে কবরস্থান এবং অন্য পাশে ২৬২ দাগে শ্মশ্বান ছিল।

গোরস্থান দৃশ্যমান থাকলেও শ্মশ্বানঘাট বিলীন করে সেখানে চাষাবাদ করছে একশ্রেণির ভুমিদস্যু স্থানীয়রা জানান।
উপজেলা ভুমি প্রশাসনের সাথে আতাত অথবা তথ্য গোপন করে অবৈধ ভাবে গোরস্থান ও শ্মশ্বানের জমি জনৈক প্রতিবন্ধী মাজেদার নামে ২৫৩ দাগে ৩৫ শতাংশ এবং ২৬২ দাগে ১৫ শতাংশ মোট ৫০ শতাংশ জমি বন্দোবস্ত কেস নম্বর ×।।/১৪-২০০৬-০৭ এবং ৩৫০৬ নম্বর কবুলিয়ত দলিল মুলে প্রদান করা হয়।

কিন্তু বিষয়টি দীঘদিন গোপন রেখে সম্প্রতি প্রচার ও প্রকাশ পেলে এলাকার চার গ্রামের হাজার হাজার মানুষ ঐ পরিবার তথা ফরমান ও এরফান আলীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশাসনের কাছে বিচার দাবী করে।

কাগজে কলমে জমি থাকলেও স্থানীয় জনগনের প্রবল বাধার কারনে আজ অবধি জমি দখল নিতে পারে নাই, কথিত জমি মালিক।

অনেকে জানান শত বছরের কবরস্থান কিভাবে ১৭/১৮ বছর পুর্বে পত্তন নিয়ে গোপন রেখেছে,আমাদের বোধগম্য নয় এবং এটি আইন বহির্ভূত, বেআইনি।

তাছাড়া কবরস্থান নিঃসন্দেহে একটি অতি স্পর্শকাতর বিষয়, এ ঘটনায় ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলে তিব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচার দাবী করেছেন।

এ ব্যপারে বন্দোবস্ত গ্রহিতা অন্ধ ও স্বামী পরিত্যাক্তা মাজেদা বেগম সাংবাদিকদের জানান আমার পক্ষে ওয়ারিশরা আদালতে মামলা করিয়েছে, আমি জানি না, দেখতেও পাই না, কোন জমি আমার নামে পত্তন করা হয়েছে।

মরার পর সবাইকে কবরে যেতে হবে, কবরস্থানের জমি আমার দরকার নাই।

সরকার আমাকে নিস্কন্টক জমি না দিয়ে এ ধরনের বিতর্কিত জমি পত্তন দিয়ে সমাজের চোখে দুসমন বানিয়েছে।

এ ব্যপারে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি দিপংকর বর্মনের সাথে কথা হলে তিনি বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি