ছাত্রজনতার বিজয় মিছিলে গুলি আহত এক ।
ক্রাইম নিউজ রংপুর ।
রংপুরের পীরগাছায় ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতার গুলির ঘটনায় ছাত্র-জনতা কর্তৃক বিএনপি নেতা রাঙ্গার নামে মামলা করা হয়। এর প্রতিবাদে হরতাল কর্মসূচির ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে ধর্মঘট পালন করেছে পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতি। গতকাল ০৯/৯/২৪ ইং রোজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। এ সময় জরুরি সেবা ওষুধের দোকানপাট বন্ধ থাকায় মুমূর্ষু রোগী নিয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া সাধারণ মানুষ ।
পীরগাছা বাজারের এক কাপড় ব্যবসায়ী জানান,আমাদের অধিকাংশ দোকানদার-কে জোর করে দোকান খুলতে দেওয়া হয়নি। আমাদের এ ক্ষতিপূরণ কে দেবে,,আজ মুমূর্ষু রোগীরা ওষুধের দোকান বন্ধ দেখে কাঁদতে কাঁদতে ফেরত গেছে। এ রকম অমানবিক কাজ পীরগাছায় আগে কখনো হয়নি। আমরা চাচা-ভাতিজার রাজনৈতিক খেলার বলির পাঠা।
পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা জানান, ছাত্র-জনতার বিজয় মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও ছাত্র- সমাজের সন্ত্রাসীরা যোগ দিয়ে আমাদের ব্যবসায়ী সমিতির অফিসে হামলা চালিয়েছিল। এ বিষয়ে আমি বাদী হয়ে মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। আজ পীরগাছা বাজারের ব্যবসায়ীরা স্বতঃ- স্ফূর্তভাবে ধর্মঘট পালন করে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ যে, গত ৫ আগস্ট পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর,অগ্নিসংযোগ,চুরি ও লুটপাটের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ২২ জনের নামে দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে পীরগাছা থানায় মামলা করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। ওই মামলায় কিছু শিক্ষার্থীকে আসামি করা হয়, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে দাবি স্থানীয় সমন্বয়কদের।এ ঘটনার প্রতিবাদে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও থানার সামনে সড়ক অবরোধ করা হয়। পরে ওই দিন রাতেই ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে বিএনপি নেতা রাঙ্গার গুলিতে আহত একরামুল ইসলাম নামে এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেন। এতে রাঙ্গাসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়। মামলায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতার চাচা মিলনের অফিস রক্ষা করতে ছাত্র-জনতার বিজয় মিছিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলিবর্ষণ করার অভিযোগ করা হয় বিএনপি নেতার বিরুদ্ধে ।