পঞ্চগড় প্রতিনিধি! খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোছাঃ শাহানাজ পারভিন,
নামে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর ) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের প্রানজোত গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শিশু শাহানাজ প্রানজোত
গ্রামের মোঃ শাহাবদ্দিন এর মেয়ে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ,
শাহরিয়া নাসিম ,জানান, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে কচুরিপানার ফুল তুলতে গেলে সেখানে পা পিছলিয়ে পুকুরে পড়ে ডুবে যায় শাহানাজ।
এলাকাবাসি জানান,শিশুটির বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে শাপলা ফুল তুলতে যায়। শাপলা ফুল উঠাতে গিয়ে পুকুরের পানিতে পা ফসকে পড়ে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম হাসপাতালে ছুটে যান। এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।