বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ সভায় তিনজন ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়।
তাদের মধ্যে ১ম প্যানেল চেয়ারম্যান হচ্ছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মোঃ আরিফুল করিম দুলাল, ২য় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বাদল ও ৩য় প্যানেল চেয়ারম্যান হচ্ছেন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য অঞ্জলি রানী মুখার্জি।
কলসকাঠী ইউনিয়নের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো. আরিফুল করিম দুলাল তাকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করায় সকল ইউপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন (১০ সেপ্টেম্বর) কলসকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম করার কাগজ পত্র হাতে পেয়েছি। আমি যতদিন পরিষদের দায়িত্ব পালন করবো ততদিন অসহায় দরিদ্র গরিব দুঃখী মানুষের পাশে থেকে খেদমত করতে পারি। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।