1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চাঁপাইনবাবগঞ্জে কোন ‘আয়নাঘর’ থাকবে না : নবাগত এসপি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মহেশপুর-চৌগাছা রোডে পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে আহত এক ১ নোয়াখালীর সেনবাগে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ গোপালগঞ্জের নির্দলীয় নিরপেক্ষ আল-আমিন(১২নং)জনগণের ভালোবাসায় বারবার বিজয়ী কাউন্সিলর- বললেন ওয়ার্ডবাসী ধর্মপাল ইউনিয়নে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে সেতু নির্মানে ধীরগতি বিকল্প বাশের সেতু দিয়ে ঝুকি নিয়ে পারাপার সৈয়দপুরে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন মধুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ কমিটি গঠন রূপালী বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক করিম আহমেদ এর মেয়ের নিকাহ সম্পূর্ণ মাইজভাণ্ডারী একাডেমির পুরস্কার বিতরণীতে বক্তারা শিশু-কিশোরদের নৈতিক ও বিজ্ঞানমুখী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভে গেলো শাহাব উদ্দিন জীবনের প্রদীপ ( শিরোনাম) 

চাঁপাইনবাবগঞ্জে কোন ‘আয়নাঘর’ থাকবে না : নবাগত এসপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে মতবিনিময় করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিগত সরকারের আমলে মিথ্যা, হয়রানিমূলক ও জঙ্গী নাটক মঞ্চস্থ করে সাধারণ মানুষদের মামলায় জড়ানো হয়েছে এবং এই জেলার পুলিশ ফাঁড়িতে ‘আয়নাঘর’ আছে, এমন কথার প্রেক্ষাপটে নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিগত সরকারের শাসনামলে জঙ্গী নাটক মঞ্চস্থ করে অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও এমন কথিত অভিযান চালানো হয়েছিল। বর্তমানে সেসব ঘটনার তদন্ত চলমান রয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জে আয়নাঘরের যে কথা বলা হয়েছে সে বিষয়ে আপনাদের জানাচ্ছি যে, এখানে কোনো আয়নাঘর থাকবে না। যেভাবে আইন অনুযায়ী একজনকে আটক রাখা যাবে, তাই হবে। আইনের বাইরে কিছু হবে না। অনেক পুরোনো ২০১৬-১৭ সালে রাজনৈতিক কারণে যেসব মামলা নেয়া হয়নি, তা গুরুতর হলে বিষয়টি আলোচনা করে এখন মামলা নেয়া হবে। পুলিশ কাউকে ফিরিয়ে দিবে না। সব অভিযোগ আলোচনা করে খতিয়ে দেখা হবে।’

সভায় পুলিশ সুপার বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে, আমাদের আইনের আওতায় কাজ করতে হবে। কোনো দলের বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়নে কাজ করা যাবে না। আর এজন্য পুলিশকে সংস্কার করা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু। আর এটা বাস্তবায়ন করার জন্যই মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার এ লক্ষ্যে কাজ করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে পুলিশের মাধ্যমে সাংবাদিকদের হুমকি দেয়া হয়েছে। তবে এখন থেকে তা হবে না। এবিষয়ে সবাইকে পুলিশ হেডকোয়ার্টার থেকে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে। এর বাস্তবায়ন করা হবে। ভয় দেখানো হয়েছে কেন তা জানি না, তবে এটিও একটি অপরাধ। পেশাগত কাজের জন্য যদি এমনটা হয় তাহলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। মাদকের মতো ভয়াবহ জিনিস আর নাই। আমরা চাই মাদকমুক্ত সমাজ গঠন করতে। এবিষয়ে সবার সহযোগিতা দরকার।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক না। পুলিশের কোনো সদস্য যদি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করে তা খতিয়ে দেখা হবে। আমরা কোনো দলের আওতায় নই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছি। সম্প্রতি আমার কাছে দুটি প্রধান রাজনৈতিক দলের নেতারা বলেছেন, কোনো অপরাধীকে তারা প্রশ্রয় দিবেন না। এমনকি অপরাধের দায়ে ব্যবস্থা নিলেও তাদের আপত্তি নাই। এমন প্রতিশ্রুতিতে আমাদের কাজ করতে সুবিধা হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়াসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি