মিজানুর রহমান,জেলা প্রতিনিধি(বগুড়া) :-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক আইডিয়াল একাডেমির আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগিতা, ও দোয়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকালে কিচক আইডিয়াল একাডেমি স্কুলের আয়োজনে কেরাত, হাম-নাত প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আলহাজ্ব জিন্দা হাসান রিটনের সভাপতিত্বে এবং আঃ হালিম এর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কিচক আইডিয়াল একাডেমি এর অধ্যক্ষ রেজাউল করীম,নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, একাডেমিক ইনচার্জ মাসুদুর রহমান, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আঃ হান্নান।
বক্তারা বলেন,আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) হিজরি সনের ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এজন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।
উক্ত সভায় আরোও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহজালাল, রায়হান, বুলবুল, আবু বক্কর, রুবেল, ফিরোজ আহমেদ, বায়েজিদ, রাজন প্রমুখ।
পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।