মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):-
বগুড়ার শিবগঞ্জে বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠন বগুড়া জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাসুদুর রহমান মাসুদ।
বগুড়া সদর থানা কমিটির শ্রী-শিবনাথ বাবুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লাল মিয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন,সিনিয়র যুগ্ম মহাসচিব নাইম হোসেন,ভাইস চেয়ারম্যান মাসুম খান,কোষাধ্যক্ষ সুমন,যুগ্ম মহাসচিব ওবায়দুর রহমান,সাংগঠনিক আতিকুর রহমান।
সর্বসম্মতিক্রমে আটমুল ইউনিয়নের গ্রাম পুলিশ মাসুদুর রহমান মাসুদ কে সভাপতি, সারিয়াকান্দি থানার গ্রাম পুলিশ মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক, সোনাতলা থানার গ্রাম পুলিশ চপল চন্দ্র রবিদাস কে সংগঠনিক সম্পাদক করে একশত সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি ঘোষণা করা হয়।