1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
রংপুরের পীরগাছায় এক অসহায় প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা। - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন গোমস্তাপুরে তীব্র শীতে আগুন পোহানোর হিড়িক জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) লালপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অল্পর জন্য বেঁচে গেলেন সাংবাদিক মিশন বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

রংপুরের পীরগাছায় এক অসহায় প্রতিবন্ধীর জমি দখলের চেষ্টা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ রংপুর ।

রংপুর বিভাগের পীরগাছায় এক প্রতবন্ধীর চাষাবাদের জমি ও মুরগির খামার দখলের চেষ্টায় মামলা হয়রানীর অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর ব্যক্তির বিরুদ্ধে ।

সারা জমিনে গিয়ে দেখা যায় আসল রহস্য ঃ রংপুর বিভাগের পীরগাছা সদর উপজেলায় এ,ঘটনাটি ঘটেছে। এমত অবস্থায় মানবতর জীবন যাপন করছে প্রতিবন্ধী ও তার পরিবার। এই বিষয়ে আদালতে দুইটি মামলা চলমান তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলদার বার বার জমিতে উঠার চেষ্টা অব্যাহত রাখায় দিশেহারা হয়ে পড়ে- ছেন প্রতিবন্ধী হুমায়ারা ও তার পরিবার। শুক্রবার (২০ সে- সেপ্টেম্বর উপজেলার কিসামত ঝিনিয়া এলাকার হেলাল উদ্দিনের প্রতিবন্ধী মেয়ে হুমায়ারা খাতুন ও তার ভাই হাবিব সরকার মিলে অনন্তরাম (ছোট পানসিয়া) এলাকার মৃত জয়ের প্রামানিকের ছেলে জোনাব আলী @ জোলাই প্রামা- নিকের নিকট থেকে মৌজা,কিসামত ঝিনিয়া,জে,এল নং- ১১৭,সি এস খতিয়ান নং-৩৪, এস এ খতিয়ান নং-৩৬,আর এস খতিয়ান নং-৪১৬,সাবেক দাগ নং-১২২৪, হাল দাগ নং-২৭৪৫, মোট-১৫ শতক জমি দলিল এবং রেকর্ড মূলে ক্রয় করে। উপজেলার অনন্তরাম এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুল লতিফ সরকার ওই জমির দাবী করে রংপুর সিনিয়র সহকারী জজ আদালতে প্রতি- বন্ধী হুমায়ারা খাতুন ও তার আপন ভাই হাবিব সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮৪ / ২৩ অন্য তারিখ-১৭/০৮/২৩ইং ৷ এবং পীরগাছা থানায় প্রতিবন্ধী হুমায়রা খাতুনের বাবা হেলাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩,জিআর নং-১৮৯/২৪,তারিখ-০৪/০৯/২৪ খ্রিঃ। এদিকে আঃ লতিফ সরকার প্রভাবশালী হওয়ায় ও স্থানীয় একটি মহলের চাপে অসহায় হয়ে প্রশাসনের হস্ত- ক্ষেপ কামনা করেছেন প্রতিবন্ধী হুমায়ারা খাতুন ও তার পরিবার। পীরগাছা উপজেলার কিসামত ঝিনিয়া গ্রামে বাবার বাড়িতে প্রতিবন্ধী হুমায়রা খাতুনের পরিবারের বসবাস। অসহায় পরিবারে অভাব অনটনের সংসারে হুমায়ার প্রতিবন্ধী ভাতা ও অন্যের সাহায্য সহযোগীতায় চলে তাদের কষ্টের সংসার। বেঁচে থাকার মতো অবলম্বন হিসেবে বসত ভিটার পাশে রয়েছে চাষাবাদ করার মত ক্রয়কৃত ১৫ শতক জমি। সেটিও ভুয়া দাবী করে গত ১৭/ ০৮/২৩ তারিখে আদালতে হয়রানীমুলক মামলা দেন আঃ লতিফ সরকার। প্রায় ১১ মাস ধরে মামলায় ঝুলছে অসহায় প্রতিবন্ধী পরিবারটি। আঃ লতিফ সরকার তার লোকজন বার বার ওই কৃষি জমির মধ্যে মুরগির খামার ভাংচুর করে ক্রয় সূত্রে মালিকানা দাবি করে জমি দখলের চেষ্টা করেনন। স্থানীয় প্রভাবশালী দখলদাররা তাদের সব সময়ই হুমকিতে অসহায়ত্ব মানবতর জীবন-যাপন করছেন প্রতিবন্ধী পরিবারটি। ভুক্তভোগী প্রতিবন্ধীর বড় ভাই হাবিব সরকার বলেন,আমরা গত-০৭/১২/২১ইং তারিখে,৭৯২৭/২১ নং দলিল মূলে উপজেলার অনন্তরাম (ছোট পানসিয়া) এলা- কার মৃত-জয়ের প্রামানিক এর ছেলে জোনাব আলী @ জোলাই প্রামানিক এর নিকট হইতে জমি ক্রয় করিয়া ভোগ দখলে আছি। আমার পরিবারের সদস্যরা মামলার কারণে অতিষ্ঠ হয়ে আছে।

উল্লেখ্য যে, আব্দুল লতিফ সরকার পীরগাছা সিনিয়র সহ- কারী জর্জ আদালতে আমাদের পরিবারের দুইজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবং গত-০৪/০৯/২৪ খ্রিঃ তারিখে আমার বাবা-মা,সহ আমাদের চারজনের বিরু- দ্ধে পীরগাছা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে,তাতে আমাকে ও আমার প্রতিবন্ধী বড় বোন কেও আসামি দিয়ে- ছে এমনকি এলাকার কোনো ব্যক্তিকে সে মানে না।সে,এলা- কার প্রভাবশালী ব্যাক্তি বলে। তাই আমাদের ক্রয়কৃত সম্প- ত্তি আমরা ভোগ দখলে আছি,সে আমাদের নামে আদালতে এবং পীরগাছা থানায় মিথ্যা মামলা দিয়ে দূর্বল করার চেষ্টা করছে। এবং প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমরা এই মামলা বাজের মিথ্যা মামলা থেকে, বাঁচতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হস্ত- ক্ষেপ কামনা করছি। এব্যাপরে মামলার বাদী আঃ লতিফ সরকারের সাথে মুঠো ফোনে,শতবার কল দিলে তার ফোন- টি বন্ধ পাওয়া যায়।

এ,বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন,আব্দুল লতিফ সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে,বলে তিনি জানান। কিন্তু জমিজামা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আদালতে মামলা চলমান রয়েছে যার সঠিক কাগজপত্র আছে তারাই জমি পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি