1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
জয়পুরহাটে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
গফরগাঁওয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে মুহাদ্দিস রবিউল বাশার দৈনিক নতুন ভোর প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ নওগাঁয় অসকস বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ীতে ৪’ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল জামালপুরে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত  শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

জয়পুরহাটে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার :

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে তীব্র গরম অন্যদিকে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ এর লুকোচুরি খেলায় ক্ষুদ্ধ ও অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। গ্রাহকরা বলছেন ঘন ঘন লোডশেডিংয়ের কারণে টিভি, ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা ।

তবে বিদ্যুৎ বিভাগের দাবী চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় কারণে ১ থেকে ৩ ঘন্টা লোডশেডিং দিতে হচ্ছে । জানা গেছে, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির, পাঁচবিবি জোনাল অফিসের ৩টি উপ কেন্দ্রের আওতায় ৬টি ফিডারে বিভক্ত করা হয়। এ উপজেলায় বড় কোন শিল্প প্রতিষ্ঠান না থাকলেও প্রায় ৮০ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে আবাসিক গ্রাহক ৬৫ হাজার ২৪৯জন, বাণিজ্যিক গ্রাহক ৪হাজার ৮শ ৪২জন, দাতব্য গ্রাহক ১হাজার ১১জন, সেচ পাম্প ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য গ্রাহক সদস্য ২ হাজার ১শ ৫জন। এসবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সাড়ে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন হলেও বরাদ্ধ পাওয়া যায় মাত্র ১২ সাড়ে ১২ মেগাওয়াট। উপজেলার ধরঞ্জী গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক আমিনুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ থাকেনা বললেই চলে। দিনরাত ২৪ ঘণ্টায় ১০ ঘণ্টার মতো বিদ্যুৎ পাওযা যায়। যে কারণে আমরা ফ্রিজ,টিভি, এসি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে শঙ্কায় আছি। বিদ্যুৎ অফিসের ফোন করলে বলে জাতীয় গ্রিডে সমস্যা।

শ্রীমন্তপুর গ্রামের গ্রাহক মাহফুজার আলম বলেন, ‘আমরা যারা পুরুষ মানুষ, তারা হয়তো বাইরে ঘোরাফিরা করতে পারছি। কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন বৃদ্ধ, নারীসহ শিশুরা। তারা তো আর বাড়ি থেকে বের হতে পারেন না।’ কড়িয়া গ্রামের গ্রাহক আরিফুল ইসলাম বলেন, ঠিকমত বিদ্যুৎ না পেলেও ‘মাস শেষে ঠিকই বিল নিচ্ছে। তুলনা মুলক ভাবে আগের মাসের চেয়ে বিল অনেক বেশিও এসেছে ।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম সাইদার রহমান বলেন, উপজেলায় সাড়ে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা থাকলেও পাওয়া যায় সাড়ে ১২ মেগাওয়াট। বিদ্যুৎ প্রাপ্তির উপর নির্ভর করে ১ থেকে ৩ ঘন্টা লোডশেডিং দেয়া হয় । তবে সরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান থাকায় শহরাঞ্চলে গ্রামের তুলনায় কম লোডশেডিং দেয়া হয় । তিনি আরো বলেন,কেন্দ্র থেকে বিদ্যুত প্রাপ্তির উপর নির্ভর করবে কত সময় ধরে এ লোডশেডিং চলবে । এখানে আমাদের করণীয় কিছু নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি