1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর পরিচালনায়, ৩৯ তম গ্ৰুপ চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাতকানিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ: ১০১জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  ধোবাউড়া থানায় ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: ধামইরহাটে বড়দিন উপলক্ষে উপহার বিতরণ করলো ইউএনও ভালুকায় আলহাজ্ব হাতেম খানের শীতবস্ত্র বিতরণ আধ্যাত্মিক সাধক পথিক তারিফ আলী শাহ (মধুবাবা) এর ৫২তম ওরশ উদযাপন গোলাম ফারুক খোকন ভাই কে জেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই মামুন মিয়া

ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর পরিচালনায়, ৩৯ তম গ্ৰুপ চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

আজ ২৪ শে সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, একাডেমি অফ ফাইন আর্টসের , নিউ সাউথ গ্যালারীতে, ওয়ার্ল্ড আট organization এর পরিচালনায় এবং অর্গানাইজেশনের কর্ণধার বি শেখর ও অলোক রায়ের উদ্যোগে, ৩৯ তম ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনীর সূচনা হলো।

এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারহাট নিউটাউনের বিধায়ক সকলের প্রিয় মানুষ তাপস চ্যাটার্জী।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এবং সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন বাচিক শিল্পী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা, ২১ জুন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

শুভ সূচনার পর, উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক, এবং হাতে স্মারক তুলে দেন, একে একে সকল অতিথিদের সম্মানিত করেন।

যে সকল শিল্পীরা এই ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন, সেই সকল শিল্পীদের মধ্যে ছিলেন, অলোক রায়, রোজী মন্ডল, ডক্টর বি শেখর, অমিয় নিমাই, ঈশিতা মুখার্জি, গৌরব দাস, নন্দিতা মৃধা, দেবলীনা মুখার্জী, জয়ন্ত সরকার, গৌর চৌধুরী, রামানুজ বিশ্বাস, অভিজিৎ কুমার কোলে, প্রতুল রায়, শিখা নন্দন, অয়ন বসাক, শাহাবুদ্দিন আহমেদ, অর্পিতা ঘোষ, অনিন্দ্য ভট্টাচারিয়া, সহ ভিনদেশী শিল্পীরা।

শুভ সূচনার পর সকল চিত্র শিল্পীদের হাতে মানপত্র ও স্মারক তুলে দেন সংস্থার কর্ণধার।, এই স্মরক ও মানপত্র পেয়ে চিত্রশিল্পীরা খুশি, তাহারা জানালেন এই প্রথম ওয়ার্ল্ড প্রদর্শনীতে আমরা সম্মানিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এবং সংস্থার কর্ণধার যেভাবে আমাদের সম্মানিত করলেন আমরা কৃতজ্ঞ, শুধু তাই নয় তিনি আমাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেছেন এবং আমাদের এই চিত্র কিভাবে আরো ডেভোলপ করা যায়, এবং বিভিন্ন দেশে সাথে যুক্ত হতে পারি ,সেদিকেও তিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি জানান যদি কেউ এই চিত্রশিল্পকে বাইরের দেশের সাথে বিজনেস হিসেবে কাজ করতে চাই ,আমি পাশে আছি, আমার সাথে যুক্ত থাকলে, নিশ্চয়ই আমাদের এগিয়ে চলার পথ দেখাবো বলে জানিয়েছেন।

অনুষ্ঠান শুভ সূচনার পরেই, মাননীয় বিধায়ক প্রদর্শনী পরিদর্শন করলেন এবং ছবিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শিল্পীদের উৎসাহিত করেন, তিনি বলেন আমি শিল্পকে ভালবাসি, এবং শিল্পী সত্তাকে ভালোবাসি, বাংলায় যদি সংস্কৃতি না থাকে বাংলায় যদি শিল্প না থাকে, কখনোই বাংলা সৌন্দর্য পেতে পারে না, তাই বাংলাকে সৌন্দর্য রাখতে, সংস্কৃতি সবার আগে দরকার, তাই আজ এই প্রদর্শনীতে এসে আমি নিজেকে ধন্য মনে করেছি, এবং সংস্থার কর্ণধার ডক্টর বি শেখর ও অলোকের কথা রাখতে পেরে, ওদেরকেও ধন্যবাদ জানাবো , এতগুলো শিল্পী কে একত্রিত করে এই ধরনের প্রদর্শনী করার জন্য এবং উৎসাহিত করার জন্য।

সাথে সাথেই ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের কর্ণধার বি শেখর জানালেন, আমার উদ্দেশ্য হল এই সকল শিল্পীদের প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে বিভিন্ন দেশে যুক্ত করা, তাদের শিল্পশৈলোকে। শুধু তাই নয়, যে সকল চিত্রশিল্পী ছবি আঁকেন তারা যদি ভিনদেশে বিজনেস করতে চান, আমি তাদের পাশে আছি, তাদের চিত্রগুলি যাতে বিভিন্ন দেশে বিক্রি হয় তার ব্যবস্থা করার, এর সাথে সাথে আজ এই অনুষ্ঠানে যে সকল অতিথি ও বাচিক শিল্পীরা এসেছিলেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ, এই অনুষ্ঠানকে সুন্দরময় করে তোলার জন্য, সাথে সাথে আমি আরো ঘোষণা করছি, প্রদর্শনী ২৪ শে সেপ্টেম্বর থেকে ৩০ এ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত, সকল শিল্পী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে, এই কদিনে আমি আরো বেশ কয়েকটি কর্মশালার আয়োজন করেছি, সবাই জাতে কর্মশালায় যোগ দিতে পারেন, এই কর্মশালায় বিশেষ সহযোগী হিসেবে থাকবেন ক্যামেল কোম্পানি। জাহাদের উপস্থিতিতে এই কর্মশালা চলবে। এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি ক্যাটালগের ও শুভ সূচনা করলেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি