মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মা কোলজী বিভাগের অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
আজ ২৫ সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আ দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি অভিহিত করা হয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১)ধারা অনুযায়ী অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম বাকৃবির ফার্মাকোলজী বিভাগ কে ভাইস চ্যান্সেলর( ভিসি)পদে নিয়োগ প্রদান করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদানের তারিখ হইতে চার বছর ডিসি হিসেবে মেয়াদকাল, বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা গ্রহণসহ ভি সি পদে সংশ্লিষ্ট সুযোগ সুবিধা ভোগ করা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে নিয়োগ বাতিল করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।