মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বিগত ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের গণহত্যার বিচার এবং নৈরাজ্যবাদের তীব্র প্রতিবাদ হিসেবে ময়মনসিংহ জেলা ও মহানগর খেলাফত মজলিসের আয়োজনে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মাহমুদুল হক
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সহবায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা রেজাউল করিম, মুফতি মুহাম্মদ আব্দুল মুমিন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মুহাম্মদুল্লাহসহ প্রমুখ।