মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি
রুহুল আমিন গাজী’র স্মরনে দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) বাদ আসর নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সচেতন সাংবাদিকবৃন্দের আয়োজনে
এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, দিনাজপুর শহর জামায়াতের আমীর মেঃ রেজাউল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, জেলা জাগপার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুর রহমান, এনটিভি দিনাজপুর প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি মোঃ সাদাকাত আলী খান, দিনাজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক আকরাম হোসেন বাবলু, দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লবের দপ্তর সম্পাদক মাহবুবুল হক খান, দৈনিক মানবজমিন দিনাজপুর প্রতিনিধি মোঃ কামারুজ্জামান,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মনসুর রহমান, মোঃ ইউসুফ আলী, সাংবাদিক মোঃ নুর ইসলাম, মোঃ স্বপন মৃধা প্রমূখ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর প্রতিনিধি মোঃ সাদাকাত আলী খান।