উজ্জ্বল কুমার সরকার
আসন্ন দুর্গাপূজা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছে বিজিবি। ১৬,বিজিবির ( নওগাঁ ব্যাটালিয়ন) আয়োজনে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ী সীমান্তবর্তী পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৬, বিজিবির অধিনায়ক লে:কর্নেল সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া ১৬ বিজিবির সহকারী পরিচালক রবিউল ইসলাম, বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আবদুল ওয়াদুদ প্রমুখ।সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়। এছাড়া,সীমান্তে চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমন ও দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্ত আইন মেনে চলার আহবান জানানো হয়।