1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ৩ উদ্ধার করা হয়েছে ৩ মোটর সাইকেল - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বছর উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা, শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া ছৈয়দুর রহমান-আনোয়ারা বেগম ফাউন্ডেশনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ “শিশু কানন আমার স্বপ্নের ঠিকানা” এর প্রতিটি শিক্ষার্থী আমার সন্তান : পরিচালক রুহুল আমিন শ্যামনগরে সড়ক দখল এখন মোটরসাইকেল পার্কিংয়ে নোয়াখালীতে সৌদি প্রবাসীকে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির অভিযোগ পাওয়া যায় পুলিশ প্রধানের কাছ থেকে সাভার থানার ওসি জুয়েল মিঞা সমাজসেবামূলক কার্যক্রমে স্মৃতি পুরস্কার ২০২৪ পেলেন গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ৩ উদ্ধার করা হয়েছে ৩ মোটর সাইকেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে কালিগঞ্জের ডাকাত সর্দার ইয়ার আলী সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি)পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে সাতক্ষীরা শহরের লাবসা বাইপাস এলাকা থেকে এবং কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশের কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মিদের সাথে ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুর রহমান এ তথ্য জানান।গ্রেফতারকৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত জব্বার তরফদারের পুত্র ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র শাহিন আলম (৩২) ও একই এলাকার আব্দুল জব্বার শেখের পুত্র মহিববুল্লাহ বাবু (২৮)।

ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান ডাকাত সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দসূতা, চুরিসহ ১৭ টি মামলা চলমান রয়েছে এবং আদালত থেকে জারিকৃত ৫ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি সহ কালিগঞ্জ থানার ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে, এ ঘটনায় দু’জন আহত হয়। এসব ঘটনায় আন্তজেলা ডাকাত সর্দার ইয়ার আলী জড়িত মর্মে এক সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে ডাকাত ইয়ার আলী, মো: শাহিন আলম ও মহিববুল্লাহ বাবুকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

জানা যায় ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আইনশৃংখলা পরিস্থিতির অবনতির সুযোগে ডাকাত ইয়ার আলীর নেতৃত্বে কৃষ্ণনগর এলাকা সহ আশেপাশের এলাকায় ত্রাশ সৃষ্টির মাধ্যমে ডাকাত বাহার আলী, রেজাউল সহ তাদের বাহিনী নিয়ে চাঁদাবাজির রাজত্ব কায়েম করে। সেই থেকে প্রশাসন তাদের আটকের জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল। ইয়ার আলী ও তার দুই সহযোগী আটকের খবরে এলাকাটির সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে, খুব দ্রুত তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি