মিজানুর রহমান, বগুড়া জেলা প্রতিনিধিঃ- শিবগঞ্জ তেঘরীপাড়া গ্রামে বসত বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে পুর্ব শত্রুতার জের ধরে বগুড়ার শিবগঞ্জে মারধর স্বামী,স্ত্রী ও ভাবি আহত। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। শিবগঞ্জ থানায় মোশাররফ হোসেনের অভিযোগ দায়ের।
অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা যায়,তার প্রতিবেশী মৃত্যু জবেদ আলী শেখের ছেলে গোলাম রব্বানী( ৪২), গোলাম রব্বানী স্ত্রী কারিমা বেগম (৩৫), আব্দুর রাজ্জাক এর ছেলে বোরহান উদ্দিন (২২),মৃত্যু কছিম উদ্দীন ছেলে আব্দুর রাজ্জাক (৪২)। তাদের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে বিবাদ চলে আসছে। তারই জের ধরে গত ২৭/৯/২৪ ইং তারিখে বিবাদী গন তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, এসময় তার স্ত্রী নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে তাকে এবং তা…