আজ ১লা অক্টোবর মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায়, শিয়ালদা বিগ বাজারের সামনে জমায়েত হয়ে, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল ও জনসভা করলেন, যৌথ সংগ্রামী মঞ্চ, আব হাম ভি হ্যাই, অসংগঠিত ক্ষেত শ্রমিক সংগ্রামী মঞ্চ সহ বিভিন্ন গণসংগঠন এর আহ্বানে।
তিলোত্তমার বিচার চায়, র্যাকেট রাজের অবসান চাই, স্বাস্থ্যমন্ত্রী ও পুরুষ মন্ত্রীর পদত্যাগ চাই।, যতদিন না আসল দোষীদের শাস্তি হচ্ছে, রাকেটে রাজ্যের অবসান ঘটছে, আমরা এ আন্দোলন চালিয়ে যাব।
যিনি এই রাকেট রাজ্যের মাথা, স্বাস্থ্যমন্ত্রীর মাথা ,পুলিশ মন্ত্রীর মাথা, তিনি এক জায়গায় বসে , দুষ্কৃতিদের প্রশয় দিচ্ছেন, এবং যিনি এই কাজকর্ম কে পরিচালনা করছেন তাহার শাস্তি চাই, তার বিচার চাই, তাহার তদন্ত চাই,
একটা সরকারি হসপিটালে যেভাবে ডিউটিরত ও কর্তব্যরত একটা মহিলা ডাক্তারকে নৃশংসভাবে খুন করে তার সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে সেই সকল দোষীদের কে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে, কোন বদলি নয়, কোনো দয়া না, এবং ১৪ তারিখে রাতে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে , সারা দেশে শুধু ধর্ষণ খুন বেড়ে চলেছে, তা আর হতে দেব না, একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে খুন থেকে ধর্ষণ, প্রত্যেকটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই প্রশাসনের যিনি কান্ডারী অফিসার সেই বিনীত গোয়েলকেও শাস্তি দিতে হবে, নচেত জনগণ বুঝিয়ে দেবে এর শেষ কিভাবে হয়। পুলিশ বন্ধুদের কেউ আমরা বলব এবার সজাগ হন, প্রলভনে পা দেবেন না, একশ্রেণীর অফিসার আপনাদেরকে কাজে লাগিয়ে, নিজের বাহবা ও মুনাফা উঠছে। আমরা আর সেটা হতে দেব না।
সাথে সাথে সংগ্রামী মঞ্চ থেকে,, প্রতিবাদ জানালেন ১৪ তারিখে তাদের সংগঠনের কয়েকজনকে আটকে কিভাবে জেরা করা হয়েছিল কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল সে কোথাও তারা আজকে সবার মধ্যে তুলে ধরেন। কিন্তু পারেননি আমাদেরকে ফাঁসাতে, আজ তাই আমরাও এই মিছিলে পা মিলিয়েছি, গ্রাম গঞ্জ থেকে মহিলা পুরুষ ছোট বড় সবাই এই মিছিলে পা মিলিয়েছেন। তার দিদির দোষীদের বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে, এবং যতদিন না বিচার হচ্ছে আমরা থাকবোই রাজপথে।, সারা বিশ্বে উঠবে প্রতিবাদের ঝড়, এবং মহামান্য বিচারকের কাছে আমাদের একটাই দাবি, দোষীদের শাস্তি হোক।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা,