আজ ১লা অক্টোবর মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায় কলেজ স্কয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এক লক্ষ কন্ঠের মহামিছিল ও প্রতিবাদ করলেন, আর জি করের দোষীদের শাস্তির দাবিত, অভয়ার বিচারের দাবিতে, তিলোত্তমার বিচারের দাবিতে, লক্ষ্য কন্ঠে গর্জে উঠলো আজকের এই মহা মিছিল, কয়েক হাজার মানুষের কন্ঠ একসাথে মিছিলে প্রতিবাদ জানালো, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস।
ঠেলা রিকশা শ্রমিক থেকে শুরু করে, যৌনকর্মী, জুনিয়র ও সিনিয়র ডক্টর, কবি সাহিত্যিক, মানসিক প্রতিবন্ধী, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তিলো তোমার সহযোদ্ধারা, এমনকি এডভোকেট। দেখা গেল মিছিলের মধ্যে রিকশা সহকারে রিকশা শ্রমিকদের মিছিল করতে।
এই মিছিলে উপস্থিত ছিলেন কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড মোঃ সেলিম, কমরেড রবীন্দ্র, এবং নওশাদ সিদ্দিক সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ,
এই মিছিলে অংশগ্রহণ করেন, join platform of doctors, , জুনিয়র ডক্টরস ফ্রন্ট,, মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান ফ্যান্স, মানসিক স্বাস্থ্যকর্মী, যৌনকর্মী, ফ্রান্স ও ক্যুইয়ার মানুষরা, জনচেতনা মঞ্চ, সি ইএস সি ওয়ার্কার্স ফ্রন্ট, প্রতিবন্ধী সম্মিলনী, টিচার্স ফর আর জি কর, রিক্সা শ্রমিক, ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংহতি পুরাতনীরা, কলকাতা উত্তরের কন্ঠ, দক্ষিণ কলকাতা সংস্কৃতি মঞ্চ, তিলোত্তমা বাহিনী সিঁথি, বহ্নিশিখা বিধান নগর, বাংলার অভয়া রুবি মোড়, সেভ ডেমোক্রেসি, বারাসত সমন্বয়, সহ বিভিন্ন জেলার আরো বহু প্রতিবাদী মঞ্চ।
প্রায় কয়েক হাজার মানুষ কলেজ স্কোয়ারে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে বউবাজার ধরে সেন্ট্রাল হয়ে তারা রবীন্দ্র সদনে পৌঁছান বিভিন্ন প্রতিবাদ ,গান ও টর্চের আলো জ্বালিয়ে,
শুধু তাই নয় প্রতিবাদের মধ্য দিয়ে তারা আজ জানালেন, সবে শুরু পয়লা অক্টোবর থেকে প্রতিবাদ মিছিল, এই মিছিল থামবে না, চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চলবে আমাদের প্রতিবাদ, দশমীতে হবে বিসর্জন।
যতদিন না দোষীদের বিসর্জন দিচ্ছি, আমাদের দিদি আমাদের বোন এবং আমাদের মেয়ে শান্তি পাবে না,
দোষীদের শাস্তি চাই, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই,
ছোট থেকে বড় বৃদ্ধ-বৃদ্ধা সবাই পথে নেমেছেন প্রতিবাদ নিয়ে, রাস্তা দখলের লড়াই নিয়ে, রাত দখলের লড়াই নিয়ে, তাই আমরা পুজোতে থেমে থাকবো না, আমাদের পুজো হবে রাজপথ। তাই নাটক ছেড়ে বিচার করো, আর জি করের মাথা ধরো, অন্য নাটক বন্ধ কর।
যেভাবে সরকারি হসপিটালে ডিউটিরত, আমাদের বোনকে ও দিদিকে মারা হয়েছে, সেই সকল দোষীদের শাস্তি চাই। কোন বদলি নয় শাস্তি চাই।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা