মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন করা হয়েছে।
২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অহিংস দিবস উদযাপন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিএফজি বিশ্বম্ভরপুর উপজেলার সুজনের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বম্ভরপুর শান্তি এ জনপদ শান্ত রাখতে পিএফজি গভীর ভাবে কাজ করেছে। এখানে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজার রাখতে পিএফজি বদ্ধ পরিকর। তারা বলেন, আসছে সনাতন ধর্মালম্ভীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। পুজাকে কেন্দ্র করে কেউ যাতে কোন ধরণের ধর্মীয় সংঘাত সৃষ্ঠি করতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আগামী ১০ অক্টোবর পিএফজির উদ্যোগে উপজেলার সবচেয়ে বড় পুজামণ্ডপ হাজং পল্লীতে পিএফজির সকল সদস্য পুজা উদযাপন করতে যাবেন। এ সময় সনাতন ধর্মালম্ভীদের সাথে মতবিনিময় করা হবে।
এছাড়া ও পিএফজির এ্যাম্বাসেডর জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাতীয় পার্টিল এ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া, নারী এ্যাম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়কারী ফুল মালা, শিব্বির আহমদ, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, উপজেলা সুজনের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইয়থ পিস এ্যাম্বাসেডর সাগর দেবনাথ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি সংগীতা দেবী হাজং, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি উর্মিলা আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাপ মিয়া, পিএফজি সদস্য সিরাজুল ইসলাম খন্দকার, নাসির উদ্দিন, সামছুন্নাহার শিলা প্রমূখ।