মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাদিক টাওয়ারের তৃতীয় তলায়কিয়া চক্রবর্তী (৪০)তার মেয়ে কৃতিকা চক্রবর্তী (৮)কে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় পুলিশ গৃহের দরজা ভেঙ্গে বাসার ভিতর থেকে নিহত শিশুর লাশ উদ্ধা করেছে। অভিযুক্ত মা কিয়া চক্রবর্তীকে পুলিশ আটক করেছে।
আজ ৪অক্টোবর শুক্রবার সন্ধ্যা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাদিক টাওয়ারেরতৃতীয় তলা থেকে নিহত শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত মা কেয়া চক্রবর্তীকে পুলিশ আটক করেছে। নিহত শিশু শাহীন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান শুক্রবার সকালে কেয়া চক্রবর্তীর স্বামী প্রসেনজিৎ চক্রবর্তী চাকরির সুবাদে বাহিরে চলে যান। কেয়া চক্রবর্তীর ছোট ভাই অলক চক্রবর্তী দুপুরে বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে না পেরে পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে এসে বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কৃতিকা চক্রবর্তী( ৮)মরদেহ উদ্ধার করে।অলক চক্রবর্তী জানান বেশ কিছুদিন যাবত কৃতিকার মা মানসিক সমস্যা ভুগছেন। হর্তার বিষয়ে আমি কিছু বলতে পারব না।
ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কোভিদ জানান বাসার দরজা ভেঙ্গে ভিতর,থেকে শিশুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা টিপে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে কিভাবে মারা গেছে এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।