নিশ্চিতে আলোচনা সভা
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ
হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সুন্দর ভাবে উদযাপনে ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিতের লক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দদের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ আগষ্ট) দুপুরে ভালুকা নতুন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মুহাম্মদ মোর্শেদ আলম। যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদের পরিচালনা বক্তব্য রাখেন মজিবুর রহমান মজু, আলহাজ্জ শহিদুল ইসলাম, রুহুল আমিন, নজরুল ইসলাম মাস্টার, নাসির উদ্দিন সরকার, আইয়ূব আলী কমান্ডার, সিরাজুল ইসলাম ঢালী, ক্বারী মো. আব্দুল হামিদ ও ছারুয়ার জাহান এমরানসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।