মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে ১০০(একশত) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৭ টায় জয়পুরহাটের কালাই পৌর মহল্লার যাত্রী ছাউনি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিঃ) মো. জাহিদ, এএসআই (নিঃ) মাহমুদ সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী হলেন ১। মো: ছামসুল হক (৪৭), পিতা-মৃত হামসের আলী, গ্রাম-বানিহারা, থানা-কালাই জেলা-জয়পুরহাট।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।