আজ ৬ই অক্টোবর রবিবার, ঠিক সন্ধে সাতটায়, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির প্রতিমার শুভ উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, ১১ তম বর্ষের ভাবনা… তরঙ্গ অপার।
উপস্থিত ছিলেন এলাকার সবার প্রিয় মানুষ বিধায়ক পরস্পর মহাশয়, উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সহ, ক্লাবের উদ্যোক্তা ও যুগ্ম সম্পাদক অমল হাজরা ও অপু দাস, সভাপতি গৌড় ঘোষ, সহ-সভাপতি প্রবীর বিশ্বাস, সহযোগী অতনু হাজরা, পরিকল্পনা ও সৃজনে সংবর্ত জানা সহ , সকল মহিলা সদস্যবৃন্দ ও ক্লাবের সদস্যরা।
প্রতিবছরই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, নতুন নতুন ভাবনা নিয়ে আসেন, মানুষের সামনে তুলে ধরতে, এবং দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য।
এবারেও ১১ তম বর্ষে তাদের ভাবনা, …তরঙ্গ ওপারে…. যার সুর ও বাদ্যে ভেসে যায় সারা বিশ্ব, আকাশ বাতাস অন্দলিত হয়, সংগীতের তাল ও লয় কে ধরে রাখে, বাউল সম্প্রদায়ের মানুষের কাছে যার মূল্য সীমাহীন, সেই একতারা ও পোড়ামাটির বাদ্যযন্ত্র দিয়ে তৈরি হয়েছে পূজা মন্ডপ, তার সাথে সাথে দেবীর মূর্তিও এই ভাবনা ও পরিকল্পনায় তৈরি হয়েছে, সব মিলিয়ে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই পুজো মণ্ডপ, রয়েছি সুন্দর আলোর রোশনাই, দেখে মনে হবে জোনাকি পোকারা জ্বলে রয়েছে। রয়েছে লালন ফকিরের সেই একতারা, তাহার মধ্যে দেবী দুর্গা প্রবেশ করেছে, মনে হচ্ছে সারা বিশ্বে শান্তির ধনী ভেসে যাচ্ছে।
পুজোর উদ্যোক্তা অমল হাজরা জানালেন, আমরা নিমিত্ত মাত্র চেষ্টা করেছি , একটা ভাবনা নিয়ে তৈরি করা, কম বাজেটের মধ্যে যতটা সম্ভব আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি, যে ভাবনাটির মধ্যে শিল্পী তার সৃজনশীলতা দিয়ে গড়ে তুলেছেন এই পূজা মন্ডপ, সম্পূর্ণ হাতে তৈরি প্রায় ৩৫০থেকে ৪০০ পোড়া মাটির বাদ্যযন্ত্র এবং দেড়শোর মতো একতারা শিল্পী তৈরি করে এই মন্ডপকে সাজিয়ে তুলেছেন, প্রায় আড়াই মাসের পরিশ্রমে, জল ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে, দিনকে রাত করে, আমাদের পাশে সহযোগিতা করেছেন সকল সদস্যরা ও মহিলা সদস্যরা, তা না হলে এই ধরনের একটি ভাবনা ভাবা যেত না। এবং সবার সহযোগিতায় আমরা প্রতিবারই বেশ কয়েকটি করে সম্মান ছিনিয়ে নিতে পেরেছি এবারও আশা করছি, আমরা সম্মান ছিনিয়ে নিতে পারবো।
সকল দর্শনার্থীদের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই, দাঁড়াও আসুন পূজা মন্ডব দর্শন করুন এবং আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা নতুন নতুন ভাবনা আরো আনতে পারব,
তবে আজ শুভ উদ্বোধনে ক্লাব কর্তৃপক্ষদের মন কিছুটা ম্লান করে দেয়, ক্লাবেরী এক মহিলা সদস্যার অকাল প্রয়াণে ক্লাবের সদস্যরা গভীর ভাবে শোকাহত, তাই আজ শুভ উদ্বোধন যে সকল অনুষ্ঠানের মধ্য দিয়ে হওয়ার কথা ছিল , সমস্ত কিছু বাতিল করে দেন, শুধু ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি শুভ সূচনা ও উদ্বোধন করেন, সত্যিই আজকের আনন্দ দিনে এরকম একটি ঘটনা ঘটায় , সবার মনকে শোকাহত করেছে,
সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আসুন ,পূজা মণ্ডব দর্শন করুন, আপনাদের মতামত আমাদের জানিয়ে যান। সামনে থেকে না দেখলে হয়তো কিছু একটা মিস করবেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা