1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
হবিগঞ্জ জেলায় ৬৩৬ পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে ৪০৯৮ জন আনাসর ও ভিডিপি সদস্য - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সৌদি ফেরতপ্রবাসী মিতু আক্তার নীলার থেকে ৩৩ লক্ষ বিশ হাজার টাকা নিয়ে প্রতারণা ২য় ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাতকানিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ: ১০১জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  ধোবাউড়া থানায় ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: ধামইরহাটে বড়দিন উপলক্ষে উপহার বিতরণ করলো ইউএনও

হবিগঞ্জ জেলায় ৬৩৬ পূজামন্ডপে নিরাপত্তায় থাকবে ৪০৯৮ জন আনাসর ও ভিডিপি সদস্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

 

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে জেলা কার্যালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, জেলায় ৯টি উপজেলায় ৬৩৬টি পূজামন্ডপের আইন-শৃংখলা রক্ষা ও আভ্যন্তরীন নিরাপত্তা নিশ্চিত করতে ৪০৯৮ জন আনাসর ও ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে দায়িত্ব পালনের জন্য যোগ্য আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা বাছাই করে মোতায়েন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামীকাল থেকে ১২১টি অধিক গুরত্বপূর্ণ এবং ৯০টি গুরত্বপূর্ণ পূজা মন্ডপে ৭৫৪ জন সদস্য ও সদস্যা প্রাথমিকভাবে মোতয়েন করা হবে।
গতকাল রবিবার অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন হারে দায়িত্ব পালন করছে। আগামী ৮ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সকল পূজা মন্ডপে একযোগে অধিক গুরত্বপূর্ণ মন্ডপে ৮ জন, গুরত্বপূর্ণ ও সাধারণ মন্ডপে ৬ জন করে মোট ৪০৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা আইন-শৃংখলার দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আনসার ব্যাটালিয়নের ১টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করছে। আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাকে অধিকতর সর্তকর্তা, আন্তরিকতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ৩০তম বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি