মো:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারী আকতার রুমেলের ভক্ত ও অনুসারীদের এক মিলন মেলা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
আজ ১২ই (অক্টোবর ) (শনিবার) সকাল ৯ ঘটিকায় জয়পুরহাট চিনিকল সংলগ্ন হইতে আনুমানিক চল্লিশ টি মোটরসাইকেল ৮০ জন শ্রমিক কর্মচারী ও আকতার রুমেলের ভক্ত অনুসারীরা প্রায় ৪০ টি মোটরসাইকেল নিয়ে জয়পুরহাট চিনিকল থেকে দিনাজপুরের ঐতিহ্যবাহী স্বপ্নপুরী পর্যটন স্থান দেখার উদ্দেশ্যে রওনা হন।
চিনি কলের শ্রমিক ও কর্মচারী সহ সকলে স্বপ্নপুরী ঘোরাফেরা ও আনন্দ উল্লাসের পর দুপুরের এক মধ্যান্য ভোজের আয়োজন করেন আকতার রুমেল। এ আয়োজনকে ঘিরে তার ভক্ত ও অনুসারীরা তার প্রশংসায় পঞ্চমুখ্হন। উক্ত মধ্যাহ্ন ভোজের শেষে বিশেষ আলোচনার মধ্য দিয়ে সকল শ্রমিক ও কর্মচারীদের আনন্দ উল্লাস কে প্রশংসিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, আলী আকতার আহসান হাবীব রুমেল সহ বগুড়া জেলার বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান ও জয়পুরহাট চিনিকলের শ্রমিক কর্মচারী ও ভক্ত অনুসারীরা।
জানা যায়,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চারদিন ছুটি হওয়ায় আকতার রুমেল এর পক্ষ থেকে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়
অনুষ্ঠানের শেষে স্বপ্নপুরী থেকে সকলে চিনিকলের উদ্দেশ্যে রওনা হন।