1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ ৫ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদি ফেরতপ্রবাসী মিতু আক্তার নীলার থেকে ৩৩ লক্ষ বিশ হাজার টাকা নিয়ে প্রতারণা ২য় ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাতকানিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ: ১০১জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  ধোবাউড়া থানায় ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: ধামইরহাটে বড়দিন উপলক্ষে উপহার বিতরণ করলো ইউএনও ভালুকায় আলহাজ্ব হাতেম খানের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবারের ফলাফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে ফলাফলের সার্বিক বর্ণনা করেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)-২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৯ হাজার ০৬৯ জন, পাশের হার ৬৩ দশমিক ২২ শতাংশ, যা গত বছর ছিল ৭০ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন, গত বছর (২০২৩ এ) পেয়েছিল ৩ হাজার ২৪৪ জন। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্রদের চেয়ে ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ, উত্তীর্ণ এবং জিপিএ ৫ প্রাপ্তি সব সূচকেই এগিয়ে। পুরুষ পরীক্ষার্থীদের পাশের হার ৬১ শতাংশ ২৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১০৯ জন। অপরদিকে নারী পরীক্ষার্থীদের পাশের হার ৬৫ দশমিক ৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭১৭ জন। বিজ্ঞান বিভাগে পাশ করেছে ৮৫ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী, মানবিক শাখায় ৫৮ দশমিক ২০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৫০ দশমিক ৭৩ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার জামালপুর (৬৫ দশমিক ৭৪ শতাংশ), সর্বনিম্ন শেরপুরে ( ৫৮ দশমিক ০১ শতাংশ)। মোট ৯৯ টি কেন্দ্রে বোর্ডের আওতাধীন ২৯৫ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুন ও জুলাই মাসে পরীক্ষায় অংশগ্রহণ করে। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্রদের আন্দোলনের মুখে গত ২৪ সেপ্টেম্ব অবশিষ্ট পরীক্ষাগুলো না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয়। এবার ময়মনসিংহে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫টি, শতভাগ অনুত্তীর্ণ ৪ টি। গত চার বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় পাশের হার ক্রমহ্রাসমান। ২০২১ সালে যেখানে পাশের হার ছিল ৯৫ দশমিক ২১ শতাংশ, ২০২২ সালে ৮০ দশমিক ২২ শতাংশ, ২০২৩ এ ৭০ দশমিক ৪৪ শতাংশ, এই বছর (২০২৪) তা ৬৩ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে।

ময়মনসিংহ জেলার অন্তর্গত তিনটি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ হাজার ০৬৪ জন, পাশের হার ৮৬ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪৬৪ জন। সরকারি মুমিনুন্নেসা মহিলা কলেজ এর পরীক্ষার্থী ছিল ৯৯৭, পাশের হার ৯৭ দশমিক ১৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৬৫৬ জন এবং শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৭২, পাশের হার ৯৭.৭২, জিপিএ ৫ পেয়েছে ৭৪০ জন। ছেলেদের চেয়ে মেয়েরা এবারে তুলনামূলক ভালো ফলাফল করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি