1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা ছিনিয়ে নিলেন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ: আনুষ্ঠানিকভাবে উন্মোচন কমিউনিস্ট পার্টি-ইউসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হ্যাঁপি নিউ ইয়ার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ক্যামেরা ছিনিয়ে নিলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা নিয়ে ভোগান্তির খবর সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ মেডিকেল জার্নাল ও হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান লাঞ্ছিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রোগীদের সেবা নিয়ে সমস্যার তথ্য সংগ্রহের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন সুলতানা সাংবাদিক আমিনুরের ক্যামেরা ছিনিয়ে নেন। এসময় তিনি সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সহকর্মীদের সামনে অপমান করেন।

চিকিৎসক নাসরিন সুলতানা সাংবাদিকদের অনুমতি ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ নিষিদ্ধ বলে দাবি করেন। ঘটনাস্থলে উপস্থিত রোগীরা জানান, সেবা নিতে এসে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি জানালে সাংবাদিক আমিনুর তথ্য সংগ্রহে গেলে তাকে হেনস্তা করা হয়।

সাংবাদিক আমিনুর রহমান বলেন, “রোগীদের ভোগান্তির খবর জানতে পেরে আমি তথ্য সংগ্রহ করতে যাই। তখন চিকিৎসক নাসরিন আমার ক্যামেরা কেড়ে নেন এবং আমার সাথে দুর্ব্যবহার করেন।”

হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “চিকিৎসকের এমন আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর দ্রুত বিচার চাই, না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক নাসরিনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে ঠিক কাজ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি