মুন্সীগঞ্জ প্রতিনিধি – বাংলাদেশ ফুটবল ফেডারেশন বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ মহানগরী ফুটবল লীগ ২০২২- ২০২৩ এর স্পোর্টস কমপ্লেক্স গত ১০ই জুন বসুন্ধরা কিংস এ্যারেনা স্টেডিয়াম মাঠে মিডিয়া কার্ড ও জার্সি প্রদান করেন গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের নেতৃবৃন্দরা।
সাংবাদিক মোঃ সুজন বেপারী গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ক্লাবের পক্ষ থেকে জার্সি মিডিয়া কার্ড উপহার পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা শুভেচ্ছা জানান।
উপহার প্রদানকালে উপস্থিতি ছিলেন , গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের,সহ-সভাপতি গোলাম ফারুক জমিদার ও সেক্রেটারি মোঃ শিপন জমিদার, সাংগঠনিক-সম্পাদক, আরিফ হেলালী সবুজ ও সহ ক্রীড়া-সম্পাদক গেসউদ্দীন ও ফুটবল ও প্রশিক্ষণ কোচ পরিচালক, মোজাম্মেল হোসেন ও কৃষকলীগের সেক্রেটারি রিপন মুন্সী ও ক্রিকেট কোচ পরিচালক রনি খান চিতা ও জেলা ক্রিকেট টিম ম্যানেজার মনির হোসেন সজিব, মাসুদ রানা আছিফ, মোহাম্মদ সালাহউদ্দিন হোসেন ও কামাল মাদবর, তুষার , তুহিন অন্যান্য প্রমুখ।