মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের সদস্যদের সম্মানে মধ্যহ্নভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়।
,প্রয়াত সদস্য আব্দুল আউয়াল ঢালী,আব্দুল ওয়াদুদ মিয়া,নুরুল ইসলাম, আমিনুল ইসলাম গংদের রুহের মাগফেরাত কামনায়সহ সকল সদস্যদের মধ্যে যাদের পিতা মাতা পরলোক গমন করেছেন উনাদের রুহের মাগফেরাতে ও তাদের পরিবারের মঙ্গল কামনায় এ দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ১৭অক্টোবর রোজ বৃহস্পতিবার ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এম. এ.সবুর এর ব্যক্তিগত আয়োজনে মধ্যহ্নভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাবেক সভাপতি কামরুজ্জামান মানিক,সাবেক সভাপতি মো:মাইনউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো:ফিরোজ খান, সহ-সভাপতি মো: আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির,আওলাদ রুবেল, আনোয়ার হোসেন তরফদার, সাবেক সাহিত্য সম্পাদক আফরোজা আক্তার জবা, মো:হাদিকুর রহমান হাদিস, শাহ হাসান আলী, রফিকুল ইসলাম হিরণ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এম এ সবুর।