মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ঢাকা ময়মনসিং রেলপথে গফরগাঁও রেলস্টেশনের নিকটবর্তী হাতিখলা নামক জায়গা আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
আজ ১৮অক্টোবর শুক্রবার দুপুর বারোটার দিকে আন্তঃনগর হাওড়া এক্সপ্রেস ট্রেনটি যথারীতি গফরগাঁও রেলস্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।গফরগাঁও রেল স্টেশনের অদুরে ট্রেনটি হাতিখলা এলাকায় পৌছলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।পরে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এর মাধ্যমে হাওড়া এক্সপ্রেস ট্রেনটি মাঝপথ থেকে গফরগাঁও স্টেশনে আনা হয়।ময়মনসিংহ হতে রিলিফ ইঞ্জিন আসার পর বিকাল ২:৫০ মিনিটে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি গফরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।গফরগাঁও রেলওয়েস্টেশন মাস্টার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।