আজ ১৯শে অক্টোবর শনিবার, রাজ্যের ছয়টি বিধানসভায় উপনির্বাচন, যাহার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও। উপনির্বাচনী বিধির প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার থেকে, ভোটের দিন ঘোষণা করা হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে।
১৩ ই নভেম্বর ভোটগ্রহণ, ফলাফল ঘোষণা হবে ২৩ শে নভেম্বর, শুরু হয়ে গেছে মনোনয়ন জমা দেওয়ার কাজ,
যদিও নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী বলেন , এবারে মনোনয়ন জমা দেওয়ার আগে ক্যান্ডিডেট কে নো ডিউস সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে, মেদিনীপুর শহর মেদিনীপুর বিধানসভা , এই বিধানসভার সদর ব্লকের কিছুটা ও শালবনীর কিছুটা অংশ নিয়ে গঠিত। ১৮ই অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তা চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত, ইতিমধ্যেই প্রশাসনিক সমস্ত তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়ে গেছে।
জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভার এবারে ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। যার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১০০ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন। এবারে মোট পোলিং স্টেশন করা হয়েছে ৩০৪ টি, মোট মহিলা বুথের সংখ্যা দুটি, সেক্টর ২৫ টি।
পুরো বিধানসভায় ঘুরে বেড়াবে চারটি ফ্লায়িং স্কোয়াড টিম, ওয়েব কাস্টিং, সিএ পি এফ, ডেপ্লয়েড ১০০% করা হয়েছে। এবারে আগের বারের মতনই পি ডব্লিউ ডি ভোটার থাকছে ৭৪২ জন ,পাশাপাশি ২৫ প্লাস বয়সের ভোটার ২৬০৭ জন, থার্ড জেন্ডার মাত্র একজন ভোটার,
আগের বাড়ির মতো এবারও ভি ভি পি এ টি থাকছে ৫৯৪ টি, সি ইউ – ৫৯৩, বি ইউ – ৬০৬ টি, প্রতিবারের মতন এবারও হেল্পলাইন থাকছে ১৯৫০।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়