মোঃ নাজিম উদ্দিন লালমোহন উপজেলা প্রতিনিধি
ভোলা বোরহানউদ্দিন, দালাল বাজারে সকাল আনুমানিক ১০ ঘটিকায়, এ এন্টারপ্রাইজ বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে দালাল বাজারে বাসের ধাক্কায়” পথচারি মোঃ সফু (৪৫) পিতা মোঃ সামছুল হক দালাল, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থানে মৃত্যুবরণ করেন।
তার বাড়ি বোরহান উদ্দিন উপজেলা দালাল বাজারের” আশরাফ আলী দালাল বাড়ি।