শরীয়তপুর প্রতিনিধি।
শরীয়তপুরের ভেদরগঞ্জে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফাইজুল হাওলাদার সাইফুল (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সখিপুর থানার নুরুল হক হাওলাদারকান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ফাইজুল হাওলাদার একই এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হাওলাদারকান্দী এলাকার ফাইজুল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় ফাইজুল হাওলাদার সাইফুল টের পেয়ে পালানোর সময় তার কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। পরে তাকে সখিপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফাইজুল হাওলাদার সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়।